Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: ভরষব-(৩)ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমি সংক্রান্ত কার্যালয়গুলো এক ভবনে নিয়ে আসতে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে তেজগাঁওয়ে ২০তলার ভিত্তির উপর ১৩ তলা এ ভবন নির্মাণ করা হবে।
রাজধানীবাসী ভূমি সংক্রান্ত সকল প্রশাসনিক সেবা এ ভবন থেকেই পাবেন।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ ৭৫৯ কোটি ১২ লাখ টাকার মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এসব প্রকল্পের পুরো অর্থই দেশীয় সম্পদ থেকে যোগানো হবে।
তিনি বলেন, “ভূমি ভবন কমপ্লেক্স প্রকল্পটি রাজধানীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ২০১৮ সালে এ ভবনের নির্মাণ কাজ শেষ হলে জনগণের ভোগান্তি কমে আসবে।”
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ভূমি সংস্কার বোর্ড, ভুমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ঠিকানা হবে এই কমপ্লেক্স।
“জনগণকে উত্তম ও সহজ সেবা দিতে কার্যালয়গুলোকে এক ছাদের নিচে নিয়ে আসতে এ প্রকল্প নেওয়া হয়েছে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরতে ‘শো কেসিং বাংলাদেশ’ নামের একটি প্রকল্প নেওয়ার কথা একনেক সভায় জানানো হয়।
১৪ কোটি টাকার এ প্রকল্পের আওতায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে এলইডি বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
পরিকল্পনা কমিশনের নীতিমালা অনুযায়ী ২৫ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজেই অনুমোদন করতে পারে। সে অনুযায়ী ‘শো কেসিং বাংলাদেশ’ প্রকল্পটি আগেই অনুমোদন পেলেও মঙ্গলবার তা অবহিত করার জন্য একনেক সভায় তোলা হয়।
সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হল- ১২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ের ‘ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ণ প্রকল্প’; ২৩১ কোটি ৬৭ লাখ টাকার ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি) তৃতীয় পর্যায়’; ১৭২ কোটি টাকার ‘কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ’ প্রকল্প এবং ৮৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (তৃতীয় পর্যায়) প্রকল্প’।