খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: ক্লাব বিশ্বকাপ জয়ের পর বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি জানিয়েছেন, আরও শিরোপা জিততে চান তিনি।
জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে রোববার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জেতে ইউরোপের সেরা বার্সেলোনা।
প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে তিনটি শিরোপা জয়ের ইতিহাস গড়ে বার্সেলোনা। দলের এই অর্জনে দারুণ খুশি ফাইনালে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া গোলটি করা মেসি।
“আমি খুশি, সবকিছুর জন্য খুশি-অসাধারণ এই ক্লাবের হয়ে ইতিগাস গড়ে যেতে পারছি বলে খুশি।”
“আশা করি, অবশ্যই আমরা আরও জিততে থাকব”, যোগ করেন মেসি।
বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জয়কে বিশেষ বলে উল্লেখ করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
“এটা বিশেষ। কারণ, এটা ক্লাব বিশ্বকাপ এবং আমরা আরেকবার বিশ্বের সেরা দল হয়েছি। আরেক বছরের জন্য এটা জেতা সত্যিই দারুণ।”
প্রত্যেক বছর এত এত শিরোপা জয় কঠিন কাজ উল্লেখ করে মেসি বলেন, “যত বেশি শিরোপা আমরা জিততে পারি, ততই ভালো। ৃপ্রত্যেক মৌসুমের মতো আমরা সবকিছুর জন্য লড়াই করব। এটা নিয়ে সত্যি আমরা রোমাঞ্চিত।”
ক্লাব বিশ্বকাপের আগে এ বছর স্পেনের লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা।
মালাগার মাঠ থেকে আতলেতিকো মাদ্রিদ গত রোববার ১-০ গোলে হেরে আসায় লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বড়দিনের ছুটিতে যেতে পেরেছে বার্সেলোনা।