খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: যুক্তরাষ্ট্রে সমকামীদের রক্তদানে আর কোনো বাধা নেই। গত ৩০ বছর আগে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তবে রক্ত দিতে হলে তাদের অন্তত এক বছর ধরে যৌন সম্পর্কহীন থাকতে হবে।
এই শর্তকে বৈষম্যমূলক বলে অধিকারকর্মীরা আপত্তি করলেও এ ধরনের নিয়ম ব্রিটেন, অস্ট্রেলিয়া ও জাপানে রয়েছে। কানাডায় এ ধরনের নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর। যারা গত এক বছরের মধ্যে কোনো যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন বা মাদক গ্রহণ করেছেন, যুক্তরাষ্ট্রে তাদেরও রক্ত গ্রহণ করা হয় না।
সমকামী অধিকার কর্মীরা বলছেন, এর মাধ্যমে আসলে সমকামীদের ঝূঁকিপূর্ণ তালিকায় ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত এক্ষেত্রে আরো উদারতার পরিচয় দেওয়া। কারণ পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় যে রক্তে কোনো রোগ রয়েছে কিনা। আশির দশকে এইডস রোগটির বিস্তারের পর সমকামীদের রক্তদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৭৭ সাল থেকে এরকম পুরুষদের রক্তদান গ্রহণ করা হতো না।