
খোলা বাজার২৪, ২২ ডিসেম্বর ২০১৫ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট এবং কক্সবাজার শাখার যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক ও এন্টি মানি লন্ডারিং কর্মকর্তাদের জন্য ‘Prevention of Money Laundering and Combating Financing of Terrorism’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি কক্সবাজারস্থ হোটেল ওশান প্যারাডাইসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ শওকতুল আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জলিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুল কাদের। ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব, একেএম গোলাম মাহমুদ এবং মোহাম্মদ মাহবুব আলম। এ সময় কক্সবাজার জেলার তফসিলি ব্যাংকসমুহের বিভিন্ন শাখার ৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।