খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ নয় জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ৩১ জানুয়ারি দিন ঠিক করে দেন।
ওই দিন প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার শুনানি শুরু হবে।
নয় আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত, মো. বিল্লাল হোসেন বিশ্বাস ও মো. লুৎফর মোড়ল অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন।
এছাড়া মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মো. আব্দুল খালেক পলাতক।