Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: আসন্ন পৌরসভা নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বুধবার সকাল ১১টার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তানসহ মোট ১৪টি দেশের কূটনীতিক অংশ নিয়েছেন।
তবে এ বৈঠকে ভারতের কোনো প্রতিনিধি নেই। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত জেবা আহমেদ খান, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, ইউকে, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। আর বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।