Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশে বিদেশীদের অর্থায়নে হত্যাকাণ্ড হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিদেশীদের পরামর্শ ও তাদের অর্থায়নে আমাদের দেশে হত্যাকাণ্ড হচ্ছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানানোর ষড়যন্ত্র হচ্ছে। যেকোনো হত্যাকাণ্ডের পর আইএসের কথা বলা হয়। তবে আমরা এদেশে আইএসের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইএস হচ্ছে ইহুদিদের সৃষ্টি। সরকার জঙ্গিবাদ দমনে কাজ করে যাচ্ছে। আর এ ব্যাপারে আলেম ওলামাদের বড় ধরনের ভূমিকা রাখতে হবে। এসময় আলেম-ওলামাদের নামে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দাড়ি-টুপি মানেই জঙ্গি নয়। আওয়ামী লীগ সরকার তা বিশ্বাস করে না। আমরা এখন যে জঙ্গিদের ধরছি, তার বেশির ভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদের বিরুদ্ধে মসজিদের বয়ান ও ওয়াজ মহফিলে কথা বলার আহবান জানিয়ে বলেন, এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই এই দেশ গড়ে তুলেতে হবে।