খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আবাসন খাতের মন্দা কাটাতে ২০ থেকে ৫০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করে তা থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের এক অংকের সুদে গৃহঋণ দেওয়ার প্রস্তাব করেছেন। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব আবাসন মেলা ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকেও এগিয়ে আসার আহবান জানান। এসময় আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাব- এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান ও লিয়াকত আলী বক্তব্য দেন।
মন্ত্রী বলেন, আবাসন খাতের মন্দা কাটাতে নিম্মবিত্ত ও মধ্যবিত্তকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।নিম্নবিত্ত, মধ্যবিত্তরা এ (ঋণের) টাকা মারবে না। নিশ্চিত থাকেন, এ বিনিয়োগ ডেসটিনি কিংবা হলমার্কের মতো হবে না।
সংকট নিরসনে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বেসরকারি খাত এগিয়ে না এলে দেশের আবাসন সমস্যা মিটবে না। প্রত্যেক দেশেই গৃহঋণ (হাউজ লোন) আছে। এ খাতকে বাঁচাতে হলে ছাড় দিতে হবে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ছাড় দেয়ারও আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, আগে ফ্ল্যাট কেনার সময় টাকার উৎস জানতে চাইত না সরকার। এখন চাইছে। পাচার হওয়া টাকা ধরে রাখতে হলে এটা তুলে দিতে হবে।