খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: অনেকেই শেষ দেখে ফেলেছেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক এমএস ধোনির। বিরাট কোহলিকে তাই তিন ফরম্যাটেই ভারতের ক্রিকেট অধিনায়ক করার পরামর্শ কখনো কখনো শোনা যাচ্ছে। কিন্তু ভারতের সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস, দেশকে আরো অনেক কিছু দেয়ার আছে ধোনির। সৌরভ বলেছেন, “ধোনি এক গ্রেট ক্রিকেটার। আন্তর্জাতিক অঙ্গনে একটি মান নির্ধারিত করেছে সে। আরো কয়েক বছর ভারতের প্রতিনিধিত্ব করার মতো ক্রিকেট তার ভেতর আছে।” সৌরভকে জিজ্ঞেস করা হয়েছিল আগামী ওয়ানডে বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হতে পারেন।
সেটাকে অনেক দূরের পথ হিসেবেই দেখছেন সৌরভ, “২০১৯ সালে হবে এই আসর। ওয়ানডে অধিনায়ক ঠিক করার জন্য অনেক সময় আমাদের হাতে আছে।” তবে তিনি মনে করেন, ধোনির জায়গা নিতে হলে তার কাছাকাছি উচ্চতায় অন্তত যেতে হবে, “ধোনির পর্যায়ে যেতে হলে সেই রকম কঠোর পরিশ্রম করতে হবে, পারফর্ম করতে হবে।” জানতে চাওয়া হয়েছিল, ধোনির মতো মাঠে তেমন আগ্রাসন বর্তমান ক্রিকেটারদের মধ্যে কার আছে। সৌরভ বলেছেন, ভারতের টেস্ট অধিনায়ক কোহলির মধ্যে দেশকে লম্বা সময় নেতৃত্ব দেয়ার গুন আছে, “সে ভালো পারফর্ম করছে।
এছাড়া দেশকে নেতৃত্ব দিয়ে সামনে নেবার মতো সক্ষমতাও তার আছে।” ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। আবার ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের জন্য দলে এসেছেন। সৌরভ মনে করেন দলের প্রত্যাশা মেটানোর ক্ষমতা আছে যুবরাজের, “আমার বিশ্বাস সে পারফর্ম করে নিজের মূল্য বোঝাতে পারবে।”
এসেছিল ভারত-পাকিস্তান দ্বিজাতি ক্রিকেট সিরিজের প্রসঙ্গও। তবে সৌরভ মনে করেন, এই বিষয়ে সবকিছু ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে নেই। সরকারের হাতে আছে অনেক কিছু। সৌরভ বলেছেন, “অবশ্যই সবাই চায় ভারত-পাকিস্তান সিরিজ শুরু হোক। কারণ, দুই দেশের মধ্যে খেলাটা খুব রোমাঞ্চকর হয়। আমরাও চাই সিরিজ হোক। কিন্তু সবকিছু তো আর বোর্ডের হাতে নেই।”