Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: আইসিসিদর ক্রিকেটার অফ দ্য ইয়ার হলেন স্টিভেন স্মিথ। পাশাপাশি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার এর পুরস্কার পেয়েছেন অজি অধিনায়ক। ওয়ান ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ নিয়ে টানা দু’বার এই পুরস্কার পেলেন এবি। তবে আইসিসিদর পুরস্কার প্রাপকের তালিকায় নেই কোনও ভারতীয়।
১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ এই সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়েছে। এই সময়ের ব্যবধানে টেস্টে ২৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ছ’টি হাফ-সেঞ্চুরিসহ ১,৭৩৪ রান করেছেন স্মিথ। ২০১৫ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বড় অবদান ছিল স্মিথের।
প্রত্যাশিত ভাবেই বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার পেলেন ডি ভিলিয়ার্স। ২০টি ইনিংসে দু’টি সেঞ্চুরি ও ন’টি হাফ-সেঞ্চুরিসহ ১,২৬৫ রান করেছেন প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ফর্মেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ফ্যাফ ডু’প্লেসি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬ বলে ১১৯ রানের ইনিংসের জন্য এই পুরস্কার পেলেন প্রোটিয়া অল-রাউন্ডার। ‘আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হলেন অজি পেসার জোস হ্যাজেলউড।
এক নজরে পুরস্কার প্রাপ্তরা:
আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার- এবি ডি ভিলিয়ার্স
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- ফ্যাফ ডু প্লিসি
আইসিসি উইমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার- মেগ ল্যানিং(অস্ট্রেলিয়া)
আইসিসি উইমেন টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্ট্যাফিনি টেলর (ও ইন্ডিজ)
আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার- জোস হ্যাজেলউড
আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার-খুরাম খান (ইউএই)
আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- ব্রেন্ডন ম্যাকালাম
আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার- রিচার্ড কেটেলব্রো