Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: বাস ছাড়ার বাকি আধা ঘণ্টা। যাত্রী আনতে বাইরে গেছেন চালকের সহকারী। একটু জিরিয়ে নিতে চালক চোখ বুজেছিলেন বাসের পেছনের সিটে। ঠিক এমন সময় ঘটে তুলকালাম কাণ্ডটি।
সিটে কাউকে বসা দেখতে না পেয়ে জানালা দিয়ে ঢোকে একটি বানর। জায়গা করে নেয় চালকের আসনে। একটু দেখার পর স্টার্ট দিয়ে চালানো শুরু করে বাসটি। ততক্ষণে ঘুম ভাঙে চালকের। দৌড়ে গিয়ে বানরকে তাড়া করে।
চালকের তাড়া খেয়ে বানরটি জানালা দিয়ে লাফিয়ে যতক্ষণে বাইরে পড়ে, তার আগেই বাসস্ট্যান্ডের দুটি বাসকে ধাক্কা দেয় সে। দূর থেকে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সে দৃশ্য দেখছিলেন যাত্রীসহ বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থান নেওয়া লোকজন।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের (ইউপিএসআরটিসি) বাসটি পিলিভিত শহরের একটি স্ট্যান্ডে দাঁড়ানোর সময় বানর এসব কাণ্ড ঘটায়। তবে চালক দ্রুতই ঘুম থেকে উঠে পড়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে ইউপিএসআরটিসির আঞ্চলিক ব্যবস্থাপক এস কে শর্মা টিওআইকে বলেন, ‘পার্ক করা দুটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর চালক বাসের নিয়ন্ত্রণ নেয়।’
‘বাসস্ট্যান্ড ও কর্মস্থলে প্রায়ই ঝামেলা করে থাকে বানর। মেরামত হচ্ছে এমন গাড়িতে উঠে খেলাধুলা করে। এ ছাড়া বাসস্ট্যান্ডগুলোর ক্লোজড সার্কিট টেলিভিশনগুলো (সিসিটিভি) নষ্ট করে থাকে। তিন বছর আগে বানর উৎপাত রোধে আমরা নগর কর্তৃপক্ষের সাহায্য নিয়েছিলাম। সম্প্রতি বানর আবার ফিরেছে’, যোগ করেন এস কে শর্মা।