খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: রংবাড়ি ছাড়লেও। শেষ রক্ষা হল না। মুম্বাই থেকে বেপাত্তা তিনজনের মধ্যে একজনকে ধরেই ফেলল পুলিশ। গত ১৫ তারিখ থেকে হঠাতই নিখোঁজ হয়ে যায় মালওয়ানি এলাকার তিন বাসিন্দা। আইএসে যোগ দিতেই তারা বাড়ি ছেড়েছেন বলে তখনই আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। এর পরেই নড়চড়ে বসে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা।
মুম্বইজুড়ে শুরু হয় তল্লাশি। অবশেষে গতকাল মঙ্গলবার গভীররাতে একজনের খোঁজ পান গোয়েন্দারা। বাড়ি থেকে পলাতক ওয়াজিদ শেখকে আটক করে শেষ পর্যন্ত তাঁর পরিবারের হাতে তুলে দেয় মালওয়ানি থানার পুলিশ। ওয়াজিদের পরিবার আইএসে যোগ দেওয়ার কথা উড়িয়ে দিলেও তদন্ত চলবে বলেই জানিয়েছে পুলিশ।