Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : ভরষব-(৭)ঢাকার মিরপুরে একটি ছয়তলা ভবন ঘিরে রেখে সন্দেহভাজন জেএমবি সদস্যদের এক আস্তানায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার ভোর রাত থেকে এই অভিযানে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক উদ্ধার করার পাশাপাশি সাতজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম জানান, শাহ আলী থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকে ওই বাড়িতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সোয়াট সদস্যরাও অংশ নিচ্ছেন।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ওই বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে আস্তানা গড়েছিল জেএমবির জঙ্গিরা। অভিযান শুরুর পর তারা পুলিশকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জনাতে পারেননি তিনি।