Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : কবরস্থানে আমরা যেভাবে মৃতদের সমাহিত করি, ঠিক সেই উপায়েই লাশগুলো সারিবদ্ধভাবে সমাহিত করা হয়েছে। কিন্তু পার্থক্য তাদের গলায় বাঁধা লোহার বেড়ি। সম্প্রতি পোল্যান্ডের এক সমাধিক্ষেত্রে ৪০০ বছরের পুরনো কবরে মিলেছে গলায় বেড়ি পরা এমন বহু লাশের সন্ধান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। প্রতœতত্ত্ববিদরা সম্প্রতি পোল্যান্ডে রহস্যময় এ কবরস্থানের খবর পেয়েছেন।
গবেষকরা মনে করছেন, সে সময়কার জাদুবিদ্যা ও ধর্মীয় আচার-আচরণের কারণে এভাবে সমাহিত করা হয়েছে তাদের। উত্তর-পূর্ব পোল্যান্ডের ড্রাউস্কো কবরস্থানে এসব বেড়ি পরানো কঙ্কালের সন্ধান মিলেছে। এসব ব্যক্তিদের কবর দেওয়া হয় ১৭ ও ১৮ শতকে। সম্প্রতি অদ্ভুত এ কবরস্থান পরিদর্শন করেছেন কানাডার লেকহেড ইউনিভার্সিটির প্রতœতত্ত্ববিদরা। ২০০৮ সাল থেকে এ কবরস্থানের ২৫০টি কবর খোঁড়া হয়েছে।
উদ্ধারকৃত কবরের শেকল দেওয়া কংকালের একটি ধারাবাহিকতা পাওয়া গেছে। এতে দেখা যায়, প্রতি প্রতি চারটি কংকালের গলায় বেড়ি পরানো পাওয়া গেলেও পঞ্চম কবরটিতে বেড়ি পাওয়া যায় কংকালের পশ্চাৎদেশে। এর আগে এ কবরস্থানকে ‘রক্তচোষাদের কবরস্থান’ বলা হত। এ বেড়ি পরানোর উদ্দেশ্য হিসেবে জানা যায়, তারা যেন পরবর্তীতে কবর থেকে উঠে এসে অন্য মানুষদের বিরক্ত করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।
গবেষকরা জানিয়েছেন, তারা এ কবরস্থানের বিষয়ে বর্তমানে আরও অনুসন্ধান করছেন। এতে কংকালগুলোর বায়োমলিকিউলার পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে। এতে এ কবরস্থানের অজানা রহস্য উন্মোচিত হবে বলে তাদের বিশ্বাস।

অন্যরকম