খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভা নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
এর ফলে আগামী ৩০ ডিসেম্বর ওই দুই পৌর এলাকায় নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
সীমানা জটিলতা নিয়ে দুটি রিট আবেদনের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর রাণীশংকৈল এবং ২২ ডিসেম্বর গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত করে হাই কোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও এক মেয়র পদপ্রার্থীর দুটি আবেদনের শুনানি করে বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী হাই কোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে দেন।
গফরগাঁওয়ের নির্বাচন নিয়ে রিট আবেদনটি করেছিলেন ওই এলাকার স্থানীয় এক ভোটার। আর হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিলেন ওই পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন সুমন।
অন্যদিকে রাণীশংকৈলের নির্বাচন নিয়ে এক কাউন্সিলর পদপ্রার্থীর রিট আবেদনে হাই কোর্ট ভোট স্থগিত করে দিলে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে চেম্বার আদালতে আসে।
আদালতে ইকবাল হোসেন সুমনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।