খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : ঞড়ভধরষ১৪৪৫১৪২৯১৯স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনীতি ও নির্বাচনের মাঠে পরাজিত হয়ে বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আবল তাবল মন্তব্য করছেন।
তিনি বলেন, বিজয়ের মাসে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে আবারও প্রমাণ করেছেন তিনি মনেপ্রাণে এখনও পাকিস্তানে বিশ্বাসী। শেখ হাসিনার কাছে খালেদা জিয়া সব কিছুতে পরাজিত হয়েছেন, রাজনীতির মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনীর মাঠে পরাজিত হয়েছেন। তাই তার মতিভ্রম হয়েছে।
নাসিম আজ বৃহষ্পতিবার দুপুরে তোপখানা রোডের বিএমএ ভবনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাচিপ-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, স্বাচিপ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়ার উক্তি শুধু শহীদদের প্রতি অবমাননা নয়, এমন উক্তি করে তিনি বিএনপিকে ডুবিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে বেগম জিয়া বাংলার মানুষ হতবাক করেছেন। তিনি এই উক্তির মাধ্যমে তাঁর দল বিএনপিকে ‘৭১’-এর ঘাতক জামায়াতে ইসলামীর সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছেন।
তিনি বলেন, একজন সাবেক সেক্টর কমান্ডারের স্ত্রী হয়ে বেগম জিয়ার কি করে এই কথা বলতে পারেন? তাও আবার বিজয়ের মাসে, মুক্তিযোদ্ধাদের সামনে। সে সময়ে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ করা উচিত ছিল।
মোহাম্মদ নাসিম বলেন, যে যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিল, মায়ের রক্তে রঞ্জিত হলো বাংলাদেশ। যে যুদ্ধে ডাক্তার, লেখক, শ্রমিক বুদ্ধিজীবীরা জীবন দিল। আর সেই রক্ত নিয়ে কটাক্ষ করলেন তিনি। সামনে পৌরসভা নির্বাচনে এর জবাব জনগণ বেগম জিয়াকে দিবে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার ঘোষণা নিয়ে যে নির্লজ্জ মিথাচার করেছেন- তা ক্ষমার অযোগ্য উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, এমন মন্তব্য খোদ পাকিস্তানিরা করার সাহস দেখায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনা ক্যাম্পে অবস্থান করে এবং যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গে বিএনপি’র রাজনৈতিক সখ্যতার কারণে বেগম খালেদা জিয়া এমন ক্ষমার অযোগ্য ও অশালীন উক্তি করেছেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান অ্যান্ড সার্জন্স ভবনে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট-এর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, অধ্যাপক ডা. সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।