খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত আসামি স্টাফ নার্স মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল।
গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান সাইফুলকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, সাইফুলের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি একজন নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।
সূত্র আরো জানায়, এ ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত নির্দেশ দেওয়ার পর সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।