খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : এটা মতিঝিল, গুলিস্থান বা উত্তরার কোন বাসের জন্য অপেক্ষা নয়। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে সদ্য চালু হওয়া চক্রাকার বাস সার্ভিসের জন্য অপেক্ষারত যাত্রিদের চিত্র এটি।
রাজধানী ঢাকার হাতিরঝিলে এই প্রথম চালু হলো হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস। মাত্র ১৫ টাকা ভারায় ঘুড়ে আসা যাবে পুরো এক চক্কর। ২৯ আসনের চারটি মিনি বাস দিয়েই চালু হয়েছে এই গনমানুষের পরিবহন। রাজউকের তত্ত্বাবধানে এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি দায়িত্ব নিয়েছে সাধারন মানুষের ভোগান্তি লাগভে।
বুধবার হাতিরঝিলে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। তবে বাস সার্ভিসটি চালুর হবার পর এর যাত্রিরা বিভিন্ন রকম মতামত দেন। এতে ভাড়া কম হলে ভাল হতে বলে অনেকেই মতামত দেন।
বাসের সার্ভিসের কথাও বলেন অনেকে। আরেকটু ভাল হলে হয়ত আরো ভাল হত। অর্থাৎ বাসের সংখ্যা বাড়ানো উচিত।তবে জানা যায় আধুনিক এই সৌন্দর্যের প্রতিক হাতিরঝিল প্রকল্পের পুরো কাজ ২০১৬ সাল নাগাত শেষ হবে।
আর এতে থাকবে জলাশয়ে অ্যাম্ফিথিয়েটার, অপেরা হাউজ, রেস্তোরাঁসহ বিনোদনের ব্যবস্থা। এতে পুরো এলাকার চেহারা পাল্টে যাবে বলে ধারনা করা হচ্ছে। আসা করা যায় এখন যে সমস্যাগুলো আছে তা আর থাকবে না।