খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : আজ শুক্রবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এই মহামানব। আইয়ামে জাহেলিয়াতের সেই অন্ধকার যুগে মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।
রাসুল (সা.)-এর জন্ম ও মৃত্যুর এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানরা এই দিনটি উদ্যাপন করে বিশেষ গুরুত্বের সঙ্গে। বরাবরের মতো এবারও সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান ইবাদত-বন্দেগি, মিলাদ, জশনে জুলুস, আলোচনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করবেন।
আজ সরকারি ছুটির দিন। দৈনিক পত্রিকা অফিসগুলোও আজ বন্ধ থাকবে। তাই আগামীকাল শনিবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বড় বড় মসজিদে আয়োজন করা হয়েছে
বিশেষ ইবাদত-বন্দেগি ও আলোচনা অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।
রাজধানীতে এ উপলক্ষে আজ বের হবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জশনে জুলুস। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তাঁরা বিশ্ব মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। পক্ষকালব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামী ক্যালিগ্রাফি ও মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত ও হামদ-নাত মাহফিল এবং রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর।
সিরাতুন্নবী (সা.) উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা, হামদ-নাত ও গজলসন্ধ্যা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা জামান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্যোগে বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া মাহফিল। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বাদ আসর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আশেকানে গাউছিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় মহানগর নাট্যমঞ্চ এলাকা থেকে জশনে জুলুস বের হবে। এর আগে ওই স্থানে সেমিনার এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও জৈনপুরী পীরের দরবার শরিফের উদ্যোগে দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুরু হয়েছে গতকাল থেকে। রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক ময়দানে এ মাহফিল আজ শেষ হবে। এ উপলক্ষে আগামীকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে তমদ্দুন মজলিশ।
আজ জুমার নামাজ শেষে জশনে জুলুস বের করবে দাওয়াতে ইসলামী। রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়-সংলগ্ন মসজিদ থেকে বের হবে এই জশনে জুলুস। পরে সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এর আগে গতকাল রাত ১১টা থেকে আজ সুবেহ সাদিক পর্যন্ত বায়তুল মোকাররমের পশ্চিম প্লাজায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।