Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : ভোট গ্রহণের মাত্র পাঁচ দিন বাকি। মাঠ মোটামুটি বিএনপি শুন্য ছিলো। প্রতিপক্ষের জন্য ফাঁকা মাঠে গোল দেয়ার মতো অবস্থা। কিন্তু, হতাশ ছিলেন বিএনপি সমর্থিত ভোটাররা। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভোট দেয়া থেকে বিরত থাকবেন।
কিন্তুু হঠাৎ করেই নাটকীয়ভাবে নিজের প্রার্থিতা ফিরে পেলেন তিনি। এখন উচ্চ আদালতের নির্দেশে হারানো প্রার্থিতা ফিরে পেয়ে বৃহস্পতিবার মাঠ গরম করছেন তিনি। সৌভাগ্যবান এই প্রার্থী হলেন, সারিয়াকান্দি পৌরসভার মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী টিপু সুলতান।
বুধবার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার প্রত্যয় হাসান তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন। এর আগে গত ৬ ডিসেম্বর তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ এনে রিটার্নিং অফিসার টিপু সুলতানের মনোনয়নপত্র বাতিল করেন। পরে উচ্চ আদালতে আপিল করেন টিপু সুলতান।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রার্থিতা ফিরে পেয়ে টিপু সুলতান বলেন, আইনী লড়াই চালাতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। তবে এখনো সময় আছে। তাছাড়া দীর্ঘ দিন পরে ধানের শীষ প্রতীক পেয়ে মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
সারিয়াকান্দি পৌর এলাকার বিএনপি সমর্থিত ভোটার আবু হানিফ বলেন, আমরা হতাশ হয়েছিলাম। ভেবেছি ভোট দিতে যাবো না। কারণ, ধানের শীষের লোক আমরা। অন্যদলকে ভোট দেব না। তাই বিভ্রান্তিতে ছিলাম। এখন নিজেদের প্রার্থী ফিরে এসেছে। অনেক ভালো লাগছে।
সাধারণ ভোটারদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা কমতি নেই। স্কুল শিক্ষক ফারাজি আমিনুল জানালেন, প্রধান দুই দলের প্রার্থী মাঠে না থাকলে ফাঁকা মাঠ মনে হয়। এখন অন্তত কেউ ফাঁকা মাঠে পার হতে পারবেন না। ভোট যুদ্ধ অনিবার্য।
সারিয়াকান্দি বাজার এলাকার মোস্তফা কামাল নামের আরও একজন বলেন, এখন উল্টো নৌকা প্রতীকের জন্য বিপদ হলো। কারণ, এই এলাকায় নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী রয়েছে। কিন্তুু ধানের শীষ একা। তাই ভোট উপভোগ্য হবে।