
খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনীতি ও নির্বাচনের মাঠে পরাজিত হয়ে বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আবল তাবল মন্তব্য করছেন।
তোপখানা রোডের বিএমএ ভবনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি বলেন, বিজয়ের মাসে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে আবারও প্রমাণ করেছেন তিনি মনেপ্রাণে এখনও পাকিস্তানে বিশ্বাসী। শেখ হাসিনার কাছে খালেদা জিয়া সব কিছুতে পরাজিত হয়েছেন, রাজনীতির মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনীর মাঠে পরাজিত হয়েছেন। তাই তার মতিভ্রম হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়ার উক্তি শুধু শহীদদের প্রতি অবমাননা নয়, এমন উক্তি করে তিনি বিএনপিকে ডুবিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে বেগম জিয়া বাংলার মানুষ হতবাক করেছেন।
তিনি এই উক্তির মাধ্যমে তাঁর দল বিএনপিকে ‘৭১’-এর ঘাতক জামায়াতে ইসলামীর সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছেন। স্বাচিপ-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, স্বাচিপ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।