খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি যোগসাজশের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন দাবি করেছে।
ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের সেকন্ড সেক্রেটারিকে ফিরিয়ে নেয়ার একদিন পরেই এমন বিবৃতি দেয়া হলো।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষ ফারিনাকে ধারাবাহিকভাবে নাজেহাল করছিল। ফারিনার বিরুদ্ধে জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার তার প্রতিবাদ জানান। এরপর তাকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত জানুয়ারিতে জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ।
এক সময় পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ইদ্রিস ঢাকার হাকিম আদালতে দেয়া জবানবন্দিতে পাকিস্তান হাই কমিশনের ফারিনার সঙ্গে যোগাযোগ ও তার কাছ থেকে টাকা পাওয়ার তথ্য দেন।