Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13সিরিয়ার দামেস্কয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীতে অন্যতম প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল-ইসলামের প্রধান জাহরান আলুশ বিমান হামলায় নিহত হয়েছেন।
গোষ্ঠীটির সদরদপ্তর লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে শুক্রবার জানিয়েছে দুটি বিদ্রোহী সূত্র।
তারা জানায়, রাশিয়ার বিমান থেকে এ হামলা হয়েছে। জয়েশ আল ইসলামের গোপন সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। এ গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা রয়েছে।