Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: চমৎকার জয় দিয়েই নিজেদের মাটিতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করলো ভারত। ৬ বারের সাফ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই করেছেন ফরোয়ার্ড রবিন সিং। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারিয়েছিল নেপালকে।
কেরালার ত্রিবান্দ্রাম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রেখেছে ভারত। ৬ মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে তারা। প্রিতম কোটলার ক্রস উড়ে যায়। হেড করেছিলেন সুনিল ছেত্রি। সেভ করেছেন গোলকিপার সুজন পেরেরা।
শ্রীলঙ্কার ডিফেন্স যথেষ্টই সতর্ক ছিল। তারপরও ভুল হয়ে যায়। তেমন এক ভুলে জেজে লালপেখলুয়া বল পেয়ে যান ডি বক্সের সামনে। সাহসের সাথে সামনে এসে তার চেষ্টা রুখে দিয়েছেন পেরেরা।
এই ম্যাচে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছে পেরেরাকেই। ৩৬ মিনিটে ইউগেনেসন লিংদো বল পেয়েছিলেন ছেত্রির কাছ থেকে। তার ডান পায়ের শট কর্নারের বিনিময়ে বাঁচিয়েছেন পেরেরা।
প্রথমার্ধের খেলার ৭০ শতাংশের বেশি সময় বল ছিল ভারতীয়দের পায়ে। কিন্তু লঙ্কান ডিফেন্ডাররা দেয়াল গড়ে তুলেছিলেন। অক্লান্ত পরিশ্রম করে ভারতের খেলোয়াড়দের ঠেকিয়েছে তারা। প্রথমার্ধের খেলা থাকে গোলশুন্য।
আক্রমণ দিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ভারত। এবার ফল পেয়ে যায় শুরুতেই। ৫১ মিনিটে ম্যাচের নায়ক রবিন পেয়ে যান তার প্রথম গোল। বাঁ প্রান্ত থেকে আক্রমণ ছিল। ছেত্রি বল দিয়েছিলেন রবিনকে। খুব কাছ থেকে দ্রুত বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়েছেন রবিন।
আরো গোল চাই ভারতের। ৬৫ মিনিটে ছেত্রির ক্রস থেকে বল পেয়ে সাঞ্জু প্রধান শট নিয়েছিলেন। কিন্তু পেরেরা ঠেকিয়ে দিয়েছেন তারা। ওই পেরেরাই ৩ মিনিট পর ভারতের আরেক চেষ্টা রুখেছেন। এবার প্রধান বক্সের ভেতর বল উড়িয়ে দিয়েছিলেন। জেজে কাছ থেকে হেড করলেও পেরেরার ক্ষীপ্রতায় গোলবঞ্চিত থাকে ভারত।
৭৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রবিন। ছেত্রির কাছ থেকে বল পেয়ে ডান পাশ ধরে এগিয়ে যান রবিন। গোলকিপার পেরেরা এগিয়ে আসেন। তাকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে জালের দিকে বল ঠেলে দেন। গোল। কিন্তু গোল করেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন রবিন। উৎসব করা হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। আর ফেরা হয়নি। এরপর আক্রমণে থাকলেও আর গোল পায়নি ভারত।