Tue. Aug 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: ভিক্ষুক দেখে মায়া করে অনেকে দুই-চার-পাঁচ বা এর বেশি যাই হোক কিছু অর্থ তাদের ভিক্ষা দিয়ে থাকেন। কিন্তু সেই ভিক্ষুক যদি হয় কোটিপতি? সম্প্রতি এক ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে যার সম্পত্তির পরিমান প্রায় এক কোটি ২০ লাখ রুপি।
ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে জংশনে ভিক্ষা করেন শারীরিক প্রতিবন্ধী পাপ্পু কুমার। স্টেশনে থাকা অন্য অন্য ১০জন ভিক্ষুকের মতো গত সাত বছর ধরে সেটাই তার পেশা, ষ্টেশনই তার ঠিকানা। তবে পুলিশ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তাকে সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এদিকে পাপ্পুও নিজের জায়গায় অনড়। এ ষ্টেশন ছেড়ে সে কোথাও সরবে না। অনেকটা বাধ্য হয়েই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আর তাতেই ফাঁশ হলো পাপ্পুর সম্পদের রহস্য।
দেখা গেল, তিনি কোটিপতি। তার সম্পত্তির পরিমাণ এক কোটি ২০ লাখ রুপি। এছাড়া চারটি ব্যাংকে তার জমা আছে আরো পাঁচ লাখ রুপি। পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে চারটি ব্যাংকের এটিএম কার্ড খুঁজে পেয়েছে। এসব ব্যাংকেই তার পাঁচ লাখ রুপি জমা আছে। পুলিশ আরো জানতে পারে, এই ভিক্ষুক একসময় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। পরে ভাগ্যের পরিহাসে ভিক্ষুকে পরিণত হয়।
তিনি জানান, বাবার মৃত্যুর পর তিনি পৈত্রিক সম্পত্তি হিসেবে প্রায় ৩৬০ বর্গফুট জমি পেয়েছিলেন। সেটা বিক্রি করে প্রাপ্ত অর্থ রিয়াল এস্টেট ব্যবসায় লাগান। আর সময়ের সাথে বাড়তে বাড়তে সে সম্পদের বর্তমান মুল্য এক কোটি ২০ লাখ রুপি।

অন্যরকম