Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: মাদক গ্রহণের দায়ে চার বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন শ্রীলংকান উইকেটরক্ষক কুশল পেরেরা। দ্বিতীয়বার তার শরীরে নিষিদ্ধ ঘোষিত পদার্থের প্রমাণ পাওয়ায় এ শাস্তি পেতে যাচ্ছেন পেরেরা। এর আগে চলতি মাসের প্রথম দিকে একবার মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন তিনি।
শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেন, দইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) জানিয়েছে সে(পেরেরা) চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন। তবে আমরা এ শাস্তির বিরুদ্ধে আমরা আপীল করার কথা ভাবছি।দ
মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়া শ্রীলংকান দ্বিতীয় ক্রিকেটার হলেন পেরেরা। এরআগে ২০১১ সালের বিশ্বকাপে মাদক পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। চলমান নিউজিল্যান্ড সফরে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হরা শ্রীলকা দল থেকে বাদ দেয়া হয়েছিল পেরেরাকে।