খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: বিয়ের প্রতিশ্র“তি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল আইপিএস অফিসারের বিরুদ্ধে। অভিযোগ, মধ্যপ্রদেশের এক ইউপিএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে ধর্ষণ করেন ২০১৩ ব্যাচের আইপিএস অফিসার লোহিত মাতানি। এসপি ওপি ত্রিপাঠি জানান, গত অগাস্ট মাসে তুকোগঞ্জে একটি হোটেলে মেয়েটিকে ডেকে পাঠান লোহিত।
সেখানে তাঁকে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে ধর্ষণ করেন। পরে একাধিক বার একাধিক জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করেন লোহিত। কোনও সময় তাঁকে স্ত্রী আবার কখনও তাঁকে বন্ধু বলে পরিচয় দেন ওই আইপিএস অফিসার। ওই তরুণীর বাড়ি জব্বলপুরে। জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্র“তি দেওয়ার পাশাপাশি তাঁকে পরীক্ষায় পাশ করার জন্য সব রকম সাহায্য করার প্রতিশ্র“তিও দিয়েছিলেন তিনি।