Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: মশা-বাহিত ‘জাইকা’ ভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সহসাই ছড়িয়ে পড়ছে। যা থেকে রেহাই পাচ্ছেন না অন্তঃসত্ত্বারাও। এরফলে মায়ের থেকে ভাইরাসের সংক্রমণ ঘটছে সদ্যোজাত সন্তানের শরীরেও। তাই মশার ভয়ে মা হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই ভাইরাসের কারণে ‘মাইক্রোসেফালি’, যা এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ুতন্ত্রে অস্বাভাবিকত্ব রোগ ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম হচ্ছে শিশুর। এই রোগে শেষে হয় মৃত্যু, না হয় পঙ্গু-জীবন।
ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, ‘পরিবার পরিকল্পনাৃ, এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই পরিস্থিতিতে এমন অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই।’
এ মুহূর্তে ব্রাজিলের ২০টি রাজ্যের অন্তত ২ হাজার ৪০০ মানুষ মাইক্রোসেফালিতে আক্রান্ত। ২৯টি শিশুর মৃত্যু হয়েছে। ছ’টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
উত্তর-পূর্ব ব্রাজিলের অবস্থা সব চেয়ে খারাপ। শুধু পেরনামবুকো রাজ্যেই আক্রান্ত ৯০০ জন। উত্তর-পূর্বেই প্রথমে সীমাবদ্ধ ছিলো রোগটি। কিন্তু পরে রিও ডি জেনিরো, সাও পাওলোতেও সদ্যোজাতদের মাইক্রোসেফালি ধরা পড়ে।