খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: সার্বিয়ায় দুর্নীতির অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। সার্বিয়ার ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের আলোচনা শুরুর পরে এই দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়। সার্বিয়ার স্মরণকালে সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়াদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক মন্ত্রী স্লোবোদান মিলোসাভজেভিক।
এছাড়া আরো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দুই কর্মকর্তা, বেশ কয়েকজন বর্তমান ও সাবেক পৌর মেয়র এবং সরকারি মালিকানার বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তাদের পদ ব্যবহার করে বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ। আটক হওয়াদের মধ্যে বেশিরভাগই বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্য। ডেমোক্রেটিক পার্টি এই দুর্নীতিবিরোধী অভিযানকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। গত ১৪ ডিসেম্বর সার্বিয়ার ইউরোপিয় ইউনিয়নে যোগ দেয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। ইউরোপিয়ান ইউনিয়ন অনেক আগে থেকেই সংগঠিত অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্বিয়াকে চাপ দিচ্ছিল।