খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫:দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করতে ফ্যাসিবাদী অপশক্তি পরিকল্পিতভাবে নাশকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা চলছে এমন আশঙ্কা জানিয়ে ডা. ইরান বলেন, রামুতে বৈদ্ধ সম্প্রদায়ের মন্দির গুলো জালিয়ে দেয়া হয়েছে। শিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলা, খৃষ্টান যাজকের উপর হামলা ও সর্বশেষ কাদিয়ানি সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। এ সব ঘটনা একসুত্রে গাথাঁ। বাংলাদেশীরা ধর্মপ্রাণ এমন দাবিতে ইরান
লেবার পার্টির চেয়ারম্যান মনে করেন, সরকার দেশে জঙ্গিবাদের জুজু দেখিয়ে জনগনকে বোকা বানিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তাই দেশপ্রেমিক সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠিকে দল-মত ভুলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। না হলে পতাকা ও মানচিত্র থাকবে কিনা সন্দেহ আছে।
ইরানের অভিযোগ, ভারতের তাবেদার বাকশালীরা দাসখত দিয়ে ক্ষমতায় টিকে আছে। নিছক পাকিস্থানী দালাল বলে গালাগালি করে ভারতীয় খুদকুড়ো পুষ্ট মানুষ রূপী জানোয়ারগুলো দেশকে ভারতের অঙ্গ রাজ্য নয় পঙ্গু রাষ্ট্রে পরিনত করেছে। বিবৃতিতে ইরান ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠার আহবান জানিয়েছেন।