Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে ‘রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসা রটানোর’ অভিযোগ সরকারের অনুমোদন নিয়ে তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে আদালত।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের করা এক অভিযোগের শুনানি করে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান রোববার এই আদেশ দেন।
আদেশে বলা হয়, এই ধারায় মামলা করার আগে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। সে অনুমতি যেহেতু আগে নেওয়া হয়নি, সেহেতু শাহবাগ থানার ওসিকে সেই অনুমতি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মশিউর বলেন, “রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩ এর ক ধারায় এই মামলার আর্জি জানানো হয়।”
খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে বিচারের মুখোমুখি করারও আবেদন জানানো হয় আর্জিতে।
চলতি মাসের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
তার ওই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে খালেদাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং নড়াইলে বিএনপি চেয়ারপারসনের নামে একটি মামলাও করা হয়।