খো
লা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করা এবং শহীদদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক মামলাটি করেন। পরে শুনানি শেষে আদেশের জন্য দুপুরে সময় নির্ধারন করেন ম্যাজি্স্ট্রেট।পরে দুপুরে ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এক আদেশে এব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন।আদেশে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক এরূপ অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা আবশ্যক। তবে ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে আনীত অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক সরকারের অনুমোদন গ্রহণ সাপেক্ষে মামলায় বর্ণিত অভিযোগ বিষয়ে পরিদর্শক পদমর্যাদার নিচে নহে এমন কর্মকর্তা দিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।