Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫:Asadujjaman_khan_750055420স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারো অস্বীকার করে বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব বা সাংগঠনিক কোনো কাঠামো নেই। রবিবার দুপুরে সচিবালয়ে দেশের সামপ্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে জঙ্গি দমনে বিশেষ অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করে মন্ত্রী বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তারা আনসারুল্লাহ বাংলা টিম বা জেএমবি যে নামেই সংগঠিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করছে এবং খুঁজে বের করতে তৎপর রয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু। তারা জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই এ ধরনের কাজে যারা জড়িত, মানুষ তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছে অথবা খবর দিচ্ছে।

জঙ্গিবাদ বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদী ঘটনা যাতে ঘটতে না পারে সে জন্য মসজিদ, মন্দিরসহ সব ধরনের প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে সচেতন থাকতে হবে।