Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151227 - AIBL Tongi Branch Press
খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫:গাজীপুর জেলাস্থ টঙ্গীর চেরাগআলী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন এবং আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ। এ সময় আরো বক্তব্য রাখেন কর্নেল মোঃ মাহবুবুর রহমান, চেরাগআলী বাজার সমিতির সভাপতি মোঃ শুক্কুর আলী, ব্যাংকের শেয়ারহোল্ডার মোঃ আলমগীর ভূঁইয়া এবং টঙ্গী দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলনা মাসুদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক ইমরোজ চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদিউর রহমান বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান টঙ্গী এলাকাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।