Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: বিএসএমএমইউতে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেতে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে বাধা এবং মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক চিকিৎসক।
অভিযোগকারী ওই চিকিৎসক হলেন এস এম আব্দুল আলীম। তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এনেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনেসথেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেতে রোববার মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন তিনি।
ডা. আলীমবলেন, তাকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার উদ্দেশ্যে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েক চিকিৎসক তাকে একটি কক্ষে আটকে রেখেছিল এবং মারধরও করেন।
ওই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানালেও কোনো চিকিৎসককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
ডা. আলীম বলেন, “সকালে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গেলে ওই প্রতিষ্ঠানের এনেসথেসিওলজি বিভাগের মেডিকেল অফিসার সজিব, মেহেদী, জুয়েল, শরীফ, হান্নানসহ কয়েকজন আমাকে জোর করে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তুলে নেন।
“তারা এরপর হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলার একটি কক্ষে আমাকে তালাবদ্ধ করে রাখে। আমি এজন্য পরীক্ষায় অংশ নিতে পারিনি।”
তিনি দাবি করেছেন, উপাচার্যের কক্ষের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তার সামনে থেকে তাকে ধরে নেওয়া হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তাকে উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউর উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “এক চিকিৎসককে পরীক্ষায় অংশ না নিতে দেওয়ার পর কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসেন।”
এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক কামরুল বলেন, “কাউকে আটকে রেখে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এটা সঠিক না। তবে কিছু ছাত্র পরীক্ষার্থীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল।”
এই পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান উপাচার্য।
চিকিৎসককে আটকে রাখার খবর শুনে শাহবাগ থানা পুলিশও বিএসএমএমইউতে গিয়েছিল।
“তবে হাসপাতালে কোথায় তাকে আটকে রাখা হয়েছে, সে বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেনি,” বলেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।