Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: শুব্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত তারেক রহিম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ ৫৮ দিন চিকিৎসা শেষে রবিবার বাসায় ফিরেছেন। তারেক রহিম হাসপাতালের অর্থপেডিক বিভাগের অধ্যাপক ডা. শামসুজ্জামানের অধীনে চিকিৎসাধীন ছিলেন। হামলায় তার মাথা ও হাতের আঙ্গুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
পরে কয়েকদফা অস্ত্রপচারের পর তিনি সুস্থ হয়ে ‍ওঠেন। রবিবার বিকেল সোয়া ৩টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার সি ব্লকের ৮১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।