Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার লেনদেন কমেছে। একইসাথে সব ধরনের মূল্যসূচকও হ্রাস পেয়েছে। ডিএসইতে আজ ৩২০ টি কো¤পানির ৮ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ২৯০ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
মোট লেনদেনের পরিমাণ ৩৩৩ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৩৭২ টাকা। যা আগের দিনের চেয়ে ৬১ কোটি ৭ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫.৮০ পয়েন্ট কমে ৪৬০২.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে ১৭৪৭.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৪০ কমে ১১০৫.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৮ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, এমারেল্ড অয়েল, কাশেম ড্রাইসেল, এসিআই লিঃ, কেপিসিএল, আফতাব অটোস, কেডিএস এক্সসোরিজ ও সিঙ্গার বিডি ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : দেশ গার্মেন্ট, এফএএস ফাইন্যান্স, এটলাস বাংলা, ডেল্টা লাইফ, রিলায়েন্স ইন্সুঃ, এনটিসি, ইস্টার্ন হাউজিং, অগ্রণী ইন্সুঃ, ইউনাইটেড ইন্সুঃ ও জিএসপি ফাইন্যান্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এলআর গ্লোবাল, এফবিএফআইএফ, হামিদ ফেব্রিক্স, জিল বাংলা, এপেক্স ফুডস, শ্যামপুর সুগার, বিডি অটোকারস, গ্রীন ডেল্টা, কোহিনুর কেমিক্যাল ও প্রগতি ইন্সুঃ।