খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: বড় দিনের ছুটি কাটিয়ে রবিবার বার্সেলোনাতে ফিরেছেন নেইমার। আর ব্রাজিলের অধিনায়ক বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নেমেই দিলেন বড় এক খবর। শোনা যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি চায় তাকে। ক্লাবটি কি তার সাথে যোগাযোগ করেছে? জবাবে “হ্যাঁ, হ্যাঁ” বললেন নেইমার। যাচ্ছেন নাকি? “না, তা না।”
ভবিষ্যতের কথা অবশ্য জানেন না। বললেন, “আমি জানি না। জীবন অনেক দীর্ঘ।” পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন। তাই জল্পনা কল্পনা আরো ডানা মেলছে। কিন্তু আপাতত নেইমারের চোখ বার্সেলোনার সাথে নতুন চুক্তি সই করাতে। চুক্তির ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু স্পেনের ক্লাবটিতে দীর্ঘদিন থাকার নিশ্চয়তা দিতে পারছেন না। নেইমার বলেছেন, “আমরা কথা বলছি চুক্তির ব্যাপারে)। আমি আশাবাদী। তবে জানি না কি হবে।” ব্রাজিলের কিংবদন্তি পেলে সম্প্রতি সমালোচনা করেছেন নেইমারের।
বলেছেন দলগত খেলার দিকে ইদানিং তার মন নেই। ২৩ বছরের নেইমার এড়িয়ে যান, “আমি শুনিনি। যা চান তা বলতে পারেন পেলে- আমি আমার কাজের ব্যাপারে কথা বলি।” সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় নেইমারকে ব্রাজিল দলে তার উত্তরাধিকারী বলেছেন। নেইমার পাল্টা প্রশংসা করেছেন, “সে গ্রেট, সে কিংবদন্তি- বার্সেলোনায় খেলা সেরা ব্রাজিলিয়ান সে।”