Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: শুধু নেটে ব্যাট করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন ভারতের এক ক্রিকেটার। টানা তিন দিন দুই রাত নেটে ব্যাট করে এই রেকর্ড গড়েন তিনি।
২৪ বছর বয়সী লাতুরের বাসিন্দা বিরাগ মারে এই রেকর্ড গড়েছেন। পুণের কার্ভে নগরের মহলক্ষ্মী লনে টানা ৫০ ঘণ্টা ৫ মিনিট ২১ সেকেন্ডে ব্যাটিং করেন তিনি। খেলেছেন ২,৪৪৭; ১৪,৬৮২টি বল।
এর আগে এই রেকর্ডটি ছিলো দুই ব্রিটিশের। টানা ৪৮ ঘন্টা ব্যাট করেছিলেন ডেভ নিউম্যান ও রিচার্ড ওয়েলস। তাদেরকে উৎসাহ দিতে এসেছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিরাগ বোলার ও বোলিং মেশিন দুটিতেই ব্যাট করেছেন। প্রথমে টানা পাঁচ ঘণ্টা ব্যাট করেছিলেন তিনি। পরবর্তীতে ক্লান্তি কাটাতে ঘণ্টায় একবার করে বিশ্রাম নিয়েছিলেন তিনি।
বিরাগ এর আগে মুম্বাইয়ে রমাকান্ত আচারেকরের অ্যাকাডেমিতে ভর্তি হন। কিন্তু বেতন দিতে না-পারায় তাঁকে বের করে দেওয়া হয়েছিল ক্লাব থেকে। এরপর পুণেতে ফিরে এসে বড়া পাও বিক্রি করা শুরু করেন ক্রিকেটের জন্য।