খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবিষয়ে রোববার এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মো: আলমগীর হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরসভার সাধারন নির্বাচন ২০১৫ উপলক্ষে পৌরসভার নির্বাচনী এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিবৃন্দ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে পৌরসভার নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগন সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে।