খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে আজ সোমবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত হয়েছেন। র্যাবের দাবি, এঁরা হলেন বনদস্যু আকাশ-বাবু বাহিনীর প্রধান আবুল কাশেম ওরফে আকাশ (৪০) ও একই বাহিনীর উপপ্রধান ফরিদ শেখ ওরফে মাইজ্যা (৪৫)। র্যাব ঘটনাস্থল থেকে ১৭টি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য, বনজীবী, জেলেদের নিরাপত্তা ও দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে আজ সকাল সাতটার দিকে র্যাবের টহলদল পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু আকাশ-বাবু বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘন্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে উভয়ের মধ্যে প্রায় দুই শতাধিক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধ শেষে ওই এলাকায় র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে দুই বনদস্যুর লাশ উদ্ধার করে।
আদনান কবির আরও বলেন, স্থানীয় জেলেরা লাশ দুটি বনদস্যু আকাশ-বাবু বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ এবং অপরজন একই বাহিনীর উপপ্রধান ফরিদ শেখ ওরফে মাইজ্যার বলে শনাক্ত করেছেন।
প্রাথমিকভাবে জেলেদের মাধ্যমে জানা গেছে, আকাশের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায় ও ফরিদ শেখের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।
আদনান কবির বলেন, অস্ত্র ও নিহতের লাশ মংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাস্থল থেকে চারটি এলজি, পাঁচটি কাটা বন্দুক, ছয়টি একনলা বন্দুক ও দুইটি এয়ার রাইফেল এবং ৪৫০টি তাজা গুলি, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, টোকেনসহ বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি করেছে র্যাব।