খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেছেন, মুসলিম বিশ্ব বর্তমানে একটি স্পর্শকাতর সন্ধিক্ষণে অবস্থান করছে। তেহরানে আজ (রোববার) ২৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনি ভাষণে একথা বলেন তিনি। খবর- রেডিও তেহরান।
রুহানি বলেন, ইসলামের শত্রু ও বড় শক্তিগুলো ইসলামকে সহিংসতার ধর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এ প্রচেষ্টা নস্যাত করার লক্ষ্যে মুসলমানদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাঁর মতে, ইতিহাসের এই সন্ধিক্ষণে পরস্পরের প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দেয়া ছাড়া মুসলমানদের অন্য কোনো উপায় নেই।
মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার চলমান সহিংসতা, সন্ত্রাস ও গণহত্যার কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব অমানবিক তৎপরতা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণœ করার কাজে শত্রুকে সাহায্য করছে। সুনির্দিষ্ট কিছু মুসলিম দেশের পক্ষ থেকে বিপুল পরিমাণ মার্কিন সমরাস্ত্র আমদানির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এসব অস্ত্র হয় জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে চলে যাচ্ছে অথবা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মানবতা বিরোধী তৎপরতার প্রতি ইঙ্গিত করে ড. রুহানি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সমাজ থেকে নিজেদের দলে লোক ভর্তি করছে দায়েশ। কাজেই মুসলিম দেশগুলো থেকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক দারিদ্র দূর করতে হবে।
এর আগে আজ (রোববার) সকালে তেহরানে ২৯তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়। সম্মেলনের মুখপাত্র মানুচেহের মোত্তাকি বলেছেন, তেহরানে অনুষ্ঠিত এ সম্মেলনে ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব অংশগ্রহণ করছেন। এদের মধ্যে অন্তত ১৭৫ জন এই প্রথমবারের মতো এ সম্মেলনে অংশ নিচ্ছেন।