খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : চট্টগ্রামের মুরাদপুরে এটিএম বুথ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৬ ডিসেম্বর, ২০১৫ ব্যাংকের পরিচালক আলহাজ্জ মুহাম্মদ লিয়াকত আলী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোন প্রধান জনাব মুহাম্মদ মুজিবুল কাদের, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আকতার কামাল, মুরাদপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছালামতউল্লাহ, ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক শওকতুল ইসলাম, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মোঃ শামশুদ্দিন বাবর, পদুয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুর রশীদ ও পথেরহাট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জালাল উদ্দিন।