খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : কোন ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৫৪২ রান। শুনতে অস্বাভাবিক লাগে কিন্তু এটাই সত্য ঘটনা। অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেসের ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ব্যাটিং গড় ৫৪২ রান। গত জুনে ৩৫ বছর বয়সে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অ্যাডাম ভোজেসের। সেই ম্যাচে এক ইনিংসেই অপরাজিত থেকে করেছিল ১৩০ রান। পরের টেস্টে এক ইনিংসে ৩৭ রান করে আউট হয়েছিলেন ভোজেস। সেই আউটটিই ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ভোজেসের একমাত্র আউট।
এরপর চলতি ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টে ভোজেস করেন অপরাজিত ২৬৯ রান। দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ইনিংস ঘোষণা না করলে সেই রান কোথায় গিয়ে থামত তাই বা কে জানে। এরপর ও তার ব্যাট থেমে যায়নি। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংস ঘোষণার আগে ভোজেস ১০৬ রানে অপরাজিত ছিল। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ভোজেসের রান ৫৪২। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে একবার আউট হওয়ায় ভোজেসের ব্যাটিং গড়ও ৫৪২ রান। কোন দলের বিপক্ষে ক্রিকেট ইতিহাসে এটাই কোন ব্যাটসম্যানের সেরা ব্যাটিং গড়।
এর আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার জ্যাক রুডলফের। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে একমাত্র ইনিংসে রুডলফ করে ছিলেন অপরাজিত ২২২ রান। পরের টেস্টে ৭১ রান করে আউট হয়ে গিয়েছিলেন রুডলফ। এরপর বাংলাদেশের বিপক্ষে আর টেস্ট খেলা হয় নি জ্যাক রুডলফের। বাংলাদেশের বিপক্ষে তার ব্যাটিং গড় ২৯৩ রান। রবিবার শতকের পর আরও একটি মাইল ফলক স্পর্শ করেছেন অ্যাডাম ভোজেস। টেস্ট অভিষেক বছরে ১০০০ রানের মাইল ফলক। ভোজেসের রান ১০২৮। টেস্ট অভিষেক বছরে ১০০০ রান ছুঁতে পেরেছেন ২ জন ব্যাটসম্যান। ১৯৮৯ সালে টেস্ট অভিষেক বছরে ১২১৯ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার মার্ক টেইলর। এরপর ২০০৬ সালে ইংল্যান্ডের ওপেনার অ্যালিস্টার কুক টেস্ট অভিষেক বছরে করেছিলেন ১০১৩ রান।