খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : ক্রিকেটার শাহাদাত হোসেনকে গত ৫ অক্টোবর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিল। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি নির্যাতনের মামলায় দীর্ঘ দুই মাসের বেশি সময় পর জামিন পেয়েছেন তিনি। এই ক্রিকেটার এখন বেশ অনুতপ্ত। অনাকাক্সিক্ষত ঘটনার জন্য লজ্জিত। তবে তিনি হ্যাপির ক্ষতিপূরণ হিসেব মেয়েটার ভবিষ্যৎ গড়ে দিতে চান।
শাহাদাত জানান, হ্যাপির পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেবেন। জেলের জীবন একজন ক্রিকেটারের জন্য বেশ অস্বস্তিকর। তারপরেও জেলে খারাপ ছিলেন না। শাহাদাত বলেন, জেলে আমি আমার অনেক ভক্ত পেয়েছি। কেউ আমাকে অন্যভাবে নেয় নি। বরঞ্চ তাঁদের নিকট থেকে ভালোবাসা পেয়েছি।
জেলে কয়েদীদের সাথে ক্রিকেটও খেলেছেন বলে জানান এই তারকা ক্রিকেটার।