Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : ছোট্ট একটি নৌকা চালিয়ে এই প্রথম একজন ব্রিটিশ নাগরিক উত্তর অ্যামেরিকা থেকে যাত্রা শুরু করে কোনো ধরনের বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছেছেন।
এই ব্যক্তির নাম জন বিডেন, বয়স ৫৩। প্রশান্ত মহাসাগরে এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২০৯ দিন। খবর বিবিসি।
তিনি যাত্রা শুরু করেছিলেন ১লা জুন, সান ফ্রান্সিসকো থেকে। প্রতিদিন তিনি গড়ে ১৫ ঘণ্টা নৌকা চালিয়েছেন।
তিনি ভেবেছিলেন, আরো কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলীয় কেয়ার্নসে গিয়ে পৌঁছে যাবেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে।
চার বছর আগে বিডেন পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর। তিনি বলেন,“প্রথমবারের মতো এধরনের একটা কাজ করতে পেরে আমি খুবই খুশি।”
শেফিল্ড শহরে বেড়ে উঠলেও বর্তমানে তিনি বসবাস করছেন কানাডায়।
তার স্ত্রী বলেছেন, “ও একজন দারুণ মানুষ। অন্যদের চেয়ে তিনি একেবারেই আলাদা। সবসময় তিনি নতুন একটা কিছু করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান। আমি সবসময় মনে করেছি যে তিনি সফল হবেন। শুধু একটু বেশি সময় নিয়েছে। তবে আমি খুশি যে সে নিরাপদে বাড়িতে ফিরেছে।