খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশে স্বল্পকালীন ভ্রমণে আসা শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিকর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, তার স্বামী ক্রিস পার্সি এবং মা শেখ রেহানা উপস্থিত ছিলেন। বাংলাদেশে এসে অনেকদিন পর ছোট্ট বেলার স্কুলের সহপাঠীর সঙ্গে দেখা হলো টিউলিপের।
বিশ্বের সর্বো”চ সাতটি পাহাড়চূড়া জয়ী ও এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন টিউলিপের স্কুলের সহপাঠী।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তোলা নিজেদের একটি ছবি ফেসবুকে শেয়ার করে টিউলিপ লিখেছেন, গতরাতের ছবি। ছোট্টবেলার স্কুলের বন্ধু ওয়াসফিয়া নাজরীনের সঙ্গে। সেই প্রথম এবং একমাত্র বাংলাদেশী যে বিশ্বের সর্বো”চ সাতটি শৃঙ্গ জয় করেছেন।
অপরদিকে ওয়াসফিয়া নাজরীন ছবিটি ফেসবুকে শেয়ার করে টিউলিপ সিদ্দিককে তার আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।