Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: মালদ্বীপকে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে আফগানিস্তান। গ্রুপের শেষ ম্যাচে তারা ৪-১ গোলে জয় পেয়েছে। ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে সোমবার ২০তম মিনিটে অধিনায়ক ফয়সাল শায়েস্তার গোলে এগিয়ে যায় আফগানিস্তান। ভালো একটি প্রতিআক্রমণ থেকে আগুয়ান গোলরক্ষকে পরাস্ত করে মালদ্বীপকে সমতায় ফেরান ফাসির আলি।
এরপর আর পিটার সেগ্রেটের শিষ্যদের সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে যেতে পারেনি ২০০৮ সালের চ্যাম্পিয়ন মালদ্বীপ। ৩৪ ও ৫৪তম মিনিটে আফগানিস্তানের ওমিদ পোপালজাই জোড়া গোল করে স্কোরলাইন ৩-১ করে দেন।
৫১তম মিনিটে আরাশ হাতিফির গোলে আফগানিস্তানের টানা তৃতীয় জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেরা চারে উঠল আফগানিস্তান। আগের দুই ম্যাচে বাংলাদেশকে ৪-০ ও ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
আগামী শুক্রবার সেমি-ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কা ও ভারত-মালদ্বীপ মুখোমুখি হবে।