খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
আদালত পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ১২ জানুয়ারি মামলার ধার্য দিনে পুলিশের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।
তিনি জানান, অভিযোগপত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শাহাদাত ও নিত্যর বিরুদ্ধে।
এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে তাদের সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে।
ক্রিকেট তারকা শাহাদাত বর্তমানে স্ত্রীসহ জামিনে রয়েছেন। শাহাদতের জামিনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত। আর নিত্যর জামিন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়। পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক।
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।
এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে মামলা করলে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী নিত্য। এর এক মাসের মাথায় ৪ অক্টোবর নিত্যকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শাহাদাতও আদালতে আত্মসমর্পণ করেন।