খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: বৃত্তির অন্যতম হাতিয়ার ‘হানি ট্র্যাপ।’ আর সেই ফাঁদে ফেলেই এক বায়ুসেনা আধিকারিককে তথ্য পাচারে রাজি করিয়েছিল আইএস। চরবৃত্তির জন্য অভিযুক্ত ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রঞ্জিৎ সিং। সে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া ভাটিন্ডা এয়ারবেসে কাজ করত।
রঞ্জিৎ সিংয়ের ব্যাপারে প্রথম তথ্য পায় দিল্লি পুলিশ। তারা জানতে পারে এক নারীকে দিয়ে যৌন সংসর্গ করিয়ে নিজেদের কার্যসিদ্ধি করেছে পাক গুপ্তচর সংস্থা। বেশ কিছু তথ্যও পাচার করেছে সে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে জানালে অভিযুক্তকে সাসপেন্ড করা হয়। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয় তাকে।